মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
ইসলামাবাদ:
সোমবার সকালে পাকিস্তানে ঘটে গেলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ।এক সূত্রের মাধ্যমে জানা যায় যে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩০ জনের অধিক আর গুরুতর আহত অবস্থায় রয়েছে আরো শতাধিকের প্রান্তে। পাকিস্তানের ঘোটকিতে রেতি ও দাহরকি রেল স্টেশনের মাঝে স্যর সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে মিল্লাট এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে এক বার্তায় জানা গেছে।
স্যর সৈয়দ এক্সপ্রেসটি লাহোরের দিকে যাওয়ার পথে একই সময়ে আসা মিল্লাত এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে স্যর সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের মুখে পড়ে যায়।তাছাড়া মিল্লাত এক্সপ্রেসটি তখন করাচি থেকে সারগোধার দিকে যাচ্ছিল।আর উক্ত সময়ে সেটি লাইনচ্যুত হয়ে যায়,যার ফলে এই মারাত্বক দুর্ঘটনা সংঘঠিত হয়।
তাঁর ধারণা মতে, ট্রেনের কম করে হলেও ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।য়ার তার মধ্যে ৬-৭টি একেবারে দুমড়ে মুচকে গিয়েছে। আধিকারিকদের কাছে ট্রেনে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়া উক্ত ট্রেন গুলিতে এখনো বহু যাত্রী আটকে রয়েছেন।
পাকিস্তানের ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ আরো জানিয়েছেন যে, এটা বড়ই চ্যালেঞ্জের কাজ।ইতিমধ্যে উল্লেখিত স্থানে বড় যন্ত্রপাতি এনে রেলের বগি কেটে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন। স্টেশনের কাছেই মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। উদ্ধার করে সেখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যাত্রীদের।পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্সরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।উল্লেখিত দুর্ঘটনাকে কেন্দ্র করে পাকিস্থানের নামকরা ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলোর সমস্ত হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা চালানো হচ্ছে।
Leave a Reply