বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলা গত শুক্রবার নিমতলী জনকল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে নিমতলী জনকল্যাণ সমিতি -৩ আর শ্রীনগর উপজেলা প্রেসক্লাব-১।
বিকাল সাড়ে ৪ টা শুরু হওয়া, শ্রীনগর উপজেলা প্রেসক্লাব কে ৩-১ গোলে হারিয়ে নিমতলী জনকল্যাণ সমিতি জয়লাভ করে। শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও নিমতলী জনকল্যাণ সমিতি’র সার্বিক সহযোগিতায় খেলার সভাপতিত্ব করেন, বীরতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম মাস্টার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম খান। বীরতারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ সহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply