বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিপা চৌধুরী
আজ বিকেলে গোয়েন্দা পুলিশের সাথে কথা বলেছেন ‘যৌন আক্রমণ ও হত্যাচেষ্টার‘ অভিযোগ তুলে সাড়া ফেলে দেয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তিনি তিন ঘণ্টার মতো অবস্থান করেন। সেখান থেকে বের হয়ে পরীমনি সাংবাদিকদের বলেন, যত দ্রুত পুলিশ কর্মকর্তারা হস্তক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করেছেন – তাতে তিনি আশ্বস্ত বোধ করছেন যে তিনি বিচার পাবেন।
গতকাল সাভার থানায় ঢাকার একটি ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরীমনি। মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।
পরীমনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান সে বিষয়ে উল্লেখ করে বলেন, “এখানে কথা বলার পর আমি এখন মেন্টালি রিফ্রেশড ফিল করছি”। আমাকে কাজে ফিরতে হবে। ওনারা (পুলিশ) আমার কাজ নিয়ে কথা বলেছেন। নরমাল লাইফে ফিরে যাওয়ার সাপোর্ট দিয়েছেন।”
Leave a Reply