বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মোঃ নাহিদুল ইসলাম
বর্তমান সরকারের পক্ষ হতে করোনা রোগ হ্রাস কল্পে ঘোষিত ঢাকা হতে বিভিন্ন জেলার মানুষের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।তাছাড়া করোনার প্রভাব বাংলাদেশে যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে জনগনের স্বাভাবিক চলাচল কিছুটা শিথিল করে পরবর্তীতে কোনো নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘোষিত লকডাউন এর সময় শেষ না হওয়া পর্যন্ত যারা বর্তমানে ঢাকা রয়েছে তারা কেও ঢাকার বাহিরে যেতে পারবেনা,এমনকি ঢাকার বাহির হতে কেও এই নিষেধাজ্ঞা না উঠানো পর্যন্ত কেও ঢাকামুখী হতে পারবেনা বলে কড়া হুশিয়ারী দিয়েছেন সরকার।
ঢাকা থাকা অধিকাংশ লোকই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন,পাশাপাশি এই লকডাউন কার্যকর করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ প্রশাসন যেভাবে পরিশ্রম করে যাচ্ছে তা সত্যি নজরকারার মতো।
দেশের এই ক্লান্তিকালে বাংলাদেশ ট্রাফিক পুলিশ প্রশাসন হতে এরকমটাই আশা করেছিলেন বলে যাত্রাবাড়ী হতে চিটাগাং বা নারায়ঙ্গঞ্জ যাওয়ার পথে রাস্তার উপর উপস্থিত থাকা বহু জনগন।
পাশাপাশি সাইনবোর্ড এর মোড় হতে যাত্রাবাড়ী ও যাত্রাবাড়ী হতে পূর্বের দিকে যাওয়া প্রতিটি বাস,মিনিবাস,প্রাইভেট কার সহ সকল মাক্রোবাস আটকে চেক করে করে ছেড়ে দিচ্ছেন।সেখানে আবার অনেককেই ঢাকার বাহিরে যাওয়ার যাত্রীদের নিয়ে যাওয়া এই সকল প্রাইভেট এবং মাক্রোবাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে ঢাকা মুখী পাঠিয়ে দেয়া হয়।
তবে এই কড়াকড়ি লকডাউনের নিষেধাজ্ঞায় কারো কারো কিছুটা সমস্যা হলেও অধিকাংশ মানুষই সরকারের এই যুগ উপযোগী সিদ্ধান্তকে সাগতম জানিয়েছেন।
Leave a Reply