দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ১৩৬ জন মারা গেছেন। এরমধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে ৯৬ জন।
করোনা
সবচেয়ে বেশি মারা গেছে নতুন হটস্পট টাঙ্গাইলে ১৬ জন। সর্বোচ্চ শনাক্তের হার সেখানেই ৪০ দশমিক ৯২ শতাংশ। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা চলছে মেঝেতেও।
এখন আর সীমান্ত জেলা নয়, ভয়াবহ করোনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সীমিত লকডাউনেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে আজ থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে দিশেহারা চিকিৎসক ও নার্সরা।
এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মারা গেছেন ১৬ জন। ৬২৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫৭ জন। হার ৪০ দশমিক ৯২ শতাংশ। ৫০ শয্যার বিপরীতে ৬০ জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে।
Leave a Reply