বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ মো: হামিদ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষত নিহত হয়েছেন। নিহতের নাম তরিকুল ইসলাম এবং আহত হয়েছেন তার ছেলে তামিম।
এই ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে । বুধবার সকালে রহনপুর-আড্ডা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড় এলাকার তাসলিমা ফার্মেসির সামনে সকালে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক তরিকুল মারা যান। এই দুর্ঘনায় তার ছেলে তামিম গুরুতর আহত হয়েছে ।
পরে তামিমকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply