নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।
শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এ নমুনা সংগ্রহ শুরু হয়।
সিআইডির ক্রাইমসিনের ডিএনএ অ্যানালাইস্ট মো. আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, রূপগঞ্জে আগুনের ঘটনায় যে মরদেহগুলো এসেছে তাদের ও স্বজনদের ডিএনএ নমুনা নেয়া শুরু হয়েছে। মরদেহের হাড়, দাঁত ও চুল থেকে নমুনা নেয়া হচ্ছে। এছাড়া স্বজনদের মধ্যে স্ত্রী, স্বামী বাবা-মা ও সন্তানদের রক্ত ও লালা থেকে নমুনা নেয়া হচ্ছে।
Leave a Reply