মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
নেত্রকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন উপেক্ষা করে। নেত্রকোনার পূর্বধলায় বসেছে কোরবানীর পশুর হাট। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজার ও বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজারে সোমবার (১২ জুলাই) পশুর হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটে আসা অনেক লোকজনের মুখে মাস্ক নেই। সরকারে সর্বাত্মক কঠোর লকডাউনের ১১তম দিনে এমন হাট ও জন সমাগম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বাদে পুটিকা বাজারে মো. নজরুল ইসলাম নামের এক ক্রেতা জানান, গরুর হাটে কোন স্বাস্থ্যবিধি নেই। মানুষের সঙ্গে মানুষ গা ঘেঁষে আছে। পছন্দের গরু কম দামে পাননি তাই আজকের বাজারে আর কেনা হয়নি। অন্য আরেকটি বাজারে খুঁজতে হবে।
এবিষয়ে গ্রামপতি রক্ষা পুলিশ জানান সকলকে বলছি এ বিষয়ে কিন্তু কেউ কথা শুনছে না গত তারিখ এও গরুর হাট বসে ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই তারা বলেছে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক কাজী আবদুর রহমানেরএর সঙ্গে কথা বললে তিনি বলেন এটা কি করে সম্ভব বিষয়টা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
Leave a Reply