চট্টগ্রাম প্রিতিনিধিঃ ইসমাইল হোসেন
লামা উপজেলার আজিজনগর-গজালিয়া সড়ক যোগাযোগ আবারো বন্ধ হয়ে গেছে। গতরাতে আজিজনগর-গজালিয়া সড়কের কাট্টলী পাড়াস্থ ব্রিজে লাকড়ি বাহী একটি জীপ পার হবার সময় বেইলী ব্রিজের পাটাতন সরে গিয়ে আটকে যায়।
অনেক চেষ্টা করে জীপের লোকজন গাড়িটি উদ্ধার করে। কিন্তু ব্রিজের অবস্থা খুবই নড়বড়ে হয়ে যায়। ব্রিজের অনেকগুলো পাটাতন সরে গিয়ে গতরাত থেকে এই সড়কে গাড়ি যোগাযোগ বন্ধ রয়েছে।
এসময় জীপের ২ জন আহত হয় বলে জানা যায়। এর আগে ও ব্রিজটি
অনেক বার মেরামত করা হয়েছে কিন্তুু স্থায়ীভাবে মেরামত না হওয়ায়, কিছু দিন পর পর এই দূর্র ঘটনা ঘটতেই থাকে, তাই এইবার
স্থায়ী ভাবে ব্রিজটি মেরামতের জন্য দাবী জানান সড়ক ও জনপদ এর কৃতিপক্ষের কাছে এলাকাবাসী।
তারা আরো জানান ব্রিজটি দ্রুত সংষ্কার এবং মেরামতে জন্য সড়কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা।
Leave a Reply