বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান করোনা আর দুর্ভোগে পড়া মানুষের পাশে থাকা মানুষটির নাম নারী নেত্রী রওশন আরা।
রওশন আরা সিরাজদিখান উপজেলার সুপরিচিত একটি এক নাম। তিনি কোলা ইউপি সংরক্ষিত আসনে ৪,৫,৬, নং ওয়ার্ডের মহিলা সদস্য ও কোলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি সমাজে বঞ্চিত-নিপীড়িত নারীদের নিয়ে রাতদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তাছাড়া এলাকার বিভিন্ন স্থানে বাল্যবিয়ে প্রতিরােধ ও যৌতুক বিরােধী কার্যক্রমেও তার রয়েছে সক্রিয় ভূমিকা। নারীর অধিকার আদায়ে তৃণমূলে সােচ্চার সাহসী এ নারী নেত্রী।
পাশাপাশি বর্তমান মহামারি নামক কোভিট-১৯ এর চলমান করােনাকালীন দুর্যোগে মানবিক সাহায্য নিয়ে উপজেলার কোলা ইউনিয়নের গ্রামের প্রতিটি ঘরে ঘরে ছুটে যাচ্ছেন রওশন আরা।
তাছাড়া রওশন আরা বলেন , প্রত্যেক নারীকে সৎ সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। কথা ও কর্মে এক এবং নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কাজ করে যেতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানাের পর মানুষের প্রতি দায়িত্ব আর কর্তব্য সে গুলােতে মনােযােগ দিতে হবে বা উচিত বলে তিনি মন্তব্য করে আরো বলেন যে,নারীদের থেমে থাকার সময় শেষ।
পাশাপাশি তিনি আরাে বলেন, নারীদের প্রত্যেকটি কাজে ত্যাগ , কষ্ট ও প্রতিবন্ধকতা আছে , সেগুলাে হত উত্তরণ ঘটানাের সাহস-শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই নারীরা সঠিক মূল্যায়ন পাবে বলে সিরাজদিখানের মানবতার প্রতীক এমনকি এক সাহসী যোদ্ধা নেত্রী রওশন আরা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন আছেন ও থাকবেন তারিই মন্তব্য।
Leave a Reply