চট্টগ্রাম প্রতিনিধিঃ ইসমাইল হোসেন
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ার নিবাসী মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২০) নামের একজনকে গাঁজাসহ আটক করেছে আজিজনগর ক্যাম্প পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহার নিজ বসতঘর হতে ব্যবসার উদ্দেশ্যে বেঁধে রাখা ৫০ পুরিয়া ১৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় তাকে।পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী জানায় বাহাদুর নামে এক মাদক ব্যবসায়ী তাকে গাঁজার যোগান দেয়। আর এসব গাঁজা সে এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে সূত্রে জানা যায়, মেহেদীর মা আছিয়া একজন মাদক ব্যবসায়ী, তাহার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
লামা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ গাঁজাসহ ১ জনকে আটকের বিষয়ে আমাকে জানিয়েছে, তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ বলেন-
আমি আসার পর থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই।
Leave a Reply