বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধিঃ জুলফিকার আলী সম্রাট
নওগাঁর নিয়ামতপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার(১১আগস্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হাসান মিলন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন,সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম,শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক,ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত পিন্টু সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Leave a Reply