সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শফিক মাহমুদ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনার মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা দোয়া ও মোনাজাতের মধ্যমে শুরু করা হয়।
বাঙ্গালী জাতির এই ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উল্লেখিত ৪৩ নং ওয়ার্ড লালকুঠিতে ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২০০ অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ডাল চাল ডাল পিঁয়াজ ও প্রত্যেককে নগদ ১০০০ টাকা করে বিতরণ করেন জনতার কাউন্সিলর আরিফ হোসেন ছোটন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও সুত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
দুপুরে অসহায় জনগোষ্ঠীর মাঝে ওয়ার্ডের রুপলাল দাস লেন সহ বিভিন্ন স্থানে মাগফেরাতের দোয়া করার পর খাবার বিতরণ করেন।
দুপুরে ওয়ার্ডের রুপলাল দাস লেন সহ একাধিক স্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মোনাজাতের পর অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা জনাব হায়দার আলীসহ উল্লেখিত ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর আরিফ হোসেন ছোটনের নগদ অর্থ খাদ্য বিতরণ।
Leave a Reply