সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
রিপোর্টারঃ মিতুল আহমেদ
সাতরাস্তার ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর হতে ভূমি জরিপ কোয়াটার ও বি,জি,প্রেস স্টাফ কোয়াটার এর পশ্চিম পাশের সামনের রাস্তা থেকে, বাংলাদেশ খাদ্য গোডাউন এর ১ ও ২ নং গেট হয়ে পাবলিক টয়লেট, মেয়র আনিসুল হক সড়ক পর্যন্ত ট্যাক স্ট্যান্ডের ময়লা- আবর্জনা অপসারণ করা হয়।
উক্ত স্থানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাকও কাভার্ডভ্যান চালক সমিতের সভাপতি, মনির তালুকদার, সহ-সভাপতি, আবদুল জলিল । আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেজগাঁও শিল্পাঅঞ্চল জোন এর মেনেজার মামুন,সুপারভাইজার কবির ও হাবিব।
এ সময় বি,জি,প্রেস স্টাফ কোয়াটার এ-র পশ্চিম পাশে গেটে বসা নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি কে উক্ত বিষয়ে জিজ্ঞেস করে জানা যায় যে, এই কাজ কার পক্ষ্য হতে করা হচ্ছে ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাতরাস্তা হতে গোডাউন এর ১ ও ২ নং গেট হয়ে পাবলিক টয়লেট মেয়র আনিসুল হক সড়ক পর্যন্ত প্রায় ১০০ থেকে ১৫০ টা ট্রাক আছে। এই প্রতিটি ট্রাক থেকে ৩০০ করে টাকা নিয়ে প্রায় ৫০-৬০ হাজার টাকা মালিক সমিতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’কে প্রদান করবেন।এমনকি পাশাপাশি উনি নিজেও দিয়েছেন বলে জানান,কেননা তার নিজের ৫টা ট্রাক আছে বলে জানা যায়।
Leave a Reply