বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জের শ্রীনগর এর বীরতারা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার (২০ আগষ্ট) বিকাল ৫ ঘটিকায় বীরতারা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু। শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব সেলিম আহম্মেদ ভূঁইয়া।
সহ-সভাপতি আবুল কালাম আজাদ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হেন মো রোমান, সাংগঠনিক সম্পাদক জি এম নাজির, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম খান, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক আনোয়ার আলী খান, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির শেখের সঞ্চালনায় আরো উপস্থিতি ছিলেন আওয়ামীলীগের অনান্য নেতৃবৃন্দ।
Leave a Reply