রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
কলমে- মোঃ রমজান হোসেন আনাজ
ধুলোদের দল স্ব-শব্দে স্ব-বেগে
ছুটে আসছে তোমার চরণতলে,
বসন্তের কোকিল তার কন্ঠের
ব্যাকুল করা গান তোমায় শোনাবে বলে,
শিমুল ডালে আজও বসে আছে।
শীতের জ্বল জ্বলে শিশির কণা,
তোমায় ছোবে বলে দিনের আলোকে
উপেক্ষা করে দূর্বা ঘাসের আবাস ছাড়ছেনা,
তোমার অপেক্ষায়।
দীঘির জলে বাতাসের ঝাপটা ঢেউ খেলছে,
তুমি সেথায় পা ভেজাবে বলে।
তুমি আসবে বলে রাতের চাঁদ
তার সঞ্চিত আলো দিয়েছে ঢেলে,
তোমার সম্মুখ পানে।
তোমার আগমন বার্তা যেন জোনাক,
তার ঝি-ঝি সুরে বলছে
নিঝুম রাতের কানে কানে।
তুমি আসবে বলে সমুদ্রের জ্ল,
শেষ বিকেলের রক্তিম আভা
শুষে নিচ্ছে তোমায় রাঙ্গাতে।
তুমি আসবে বলে আজও আসনি
ধু ধু প্রান্তরে,
যেথায় কেবলই রয়েছে তোমার
“প্রতিক্ষার ছায়া”।
Leave a Reply