মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঢালীপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। প্রেমিক রাকিব (২২) উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হুমায়ুন খালাসী ছেলে। সরেজমিন গিয়ে তরুণী কাছ থেকে জানান, ৬ বছর যাবত রাকিব (২২) সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে রাকিব (২২) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার হাঁসাড়া’র ছেলের নির্জন কক্ষে নিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
গত শুক্রবার মোবাইল ফোনে রাকিবকে বিয়ের প্রস্তাব দিলে তাকে বাড়িতে চলে আসার কথা বলে। শনিবার দুপুরে প্রেমিকা বিয়ের দাবিতে রাকিবের ঘরে এসে উঠেন।
এ সময় রাকিবের বাবা হুমায়ুন তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে সবাই সটকে পড়েন। নিরুপায় হয়ে তালাবদ্ধ ঘরের দরজায় অনশনে বসে পড়েন প্রেমিকা। শ্রীনগর থানার এস আই আপন বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসলে। অভিযোগ এলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply