বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
ঠিকাদারের খামখেয়ালি সাতগাঁও চারিগাঁও নির্দিষ্ট সময়ে রাস্তার কাজ শেষ হওয়া অনিশ্চিত দুর্ভোগে গ্রামের মানুষ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও চারিগাঁও সড়ক নির্মানাধীণ রাস্তাটির কাজ বন্ধ থাকায় বীরতারা ইউনিয়ন বাসীর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
চারিগাঁও আর নিমতলী সাতগাঁওসহ আশপাশের গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশুরা ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে এ পথে।
নিত্যকার এ দুর্ভোগ নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। স্থানীয়রা জানান, দীর্ঘদিন, মাসের পর মাস রাস্তার কাজ সম্পূর্ণভাবে বন্ধ। শ্রীনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শরিফুল ইসলাম জানান, গার্ডার বসানো হয়েছে।
বর্ষার কারনে কাজ বন্ধ আছে। এখন কবে নাগাদ এ কাজটি প্রকৃত অর্থে সম্পন্ন হবে তা এই দফতরও নিশ্চিত করতে পারেনি। ফলে মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।
Leave a Reply