বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
উপ-সম্পাদকীয়ঃ
“মানবকল্যাণে সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি” মানুষ মানুষের পাশে থাকবে এই মূলমন্ত্রকে সামনে রেখে-২৭ সেপ্টেম্বর ২০২১ ইং সোমবার সন্ধ্যা ছয়টায় মিস্টার কুক চাইনিজ রেস্টুরেন্ট, বনশ্রী ঢাকা।
লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর উদ্যোগে – লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল- ডিস্ট্রিক্ট 315 বি৩ গ্র্যান্ড রিসিপশন এবং পি এম জে এফ সেলিব্রেশন অনুষ্ঠান গর্জিয়াস বাবে সফল করা হয়েছে। স্যাটেলাইট সিটি ক্লাবের গর্বিত চার্টার সেক্রেটারি লায়ন হারুনুর রশিদ 2000 ডলার ইন্টার্নেশনাল দাতব্য সংস্থায় জমা দিয়ে পি এম জে এফ ডিগ্রি অর্জন করেন এবং ডিস্ট্রিক 315 b3 ফাউন্ডেশনে এক লক্ষ টাকা অনুদান দেন এই উপলক্ষে ডিস্ট্রিক্ট গভর্নর সহ ডিজি টিমকে বিশাল সংবর্ধনা দেওয়া হয় এবং সেক্রেটারীকে সেলিব্রেশন করার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নাসিম মাহমুদ পিএমজেএফ। ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডাক্তার মোঃ সিরাজুল হক চৌধুরী এমজেএফ। সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ফারহানা নাজ এমজেএফ। লায়ন শামসুল আলম খোকন চেয়ারম্যান ডিজি ফোরাম। লায়ন এমএ মতিন পিডিজি , চেয়ারম্যান ডিস্ট্রিক অনারারি কমিটি। লায়ন ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ,পিডিজি ভাইস এরিয়া লিডার ক্যাম্পিং ১০০ এলসিআইএফ।
ক্লাব সেক্রেটারি লায়ন হারুনুর রশিদ পিএমজেএফ স্বাগত বক্তব্য দেন , নিয়ম তান্ত্রিক সকল নেতৃবৃন্দের বক্তব্যের পর স্যাটেলাইট সিটি চার্টার প্রেসিডেন্ট লায়ন হাসান কবির সিদ্দিকী মুন্না-অনুষ্ঠন প্রিজাইডিং অফিসার সমাপনী বক্তব্য দিয়ে শেষ করেন। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন। স্যাটেলাইট সিটি ক্লাবের সম্মানিত সদস্যগণ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল হোসেন সরকার ও স্পাউস লায়ন সৈয়দা ফেরদৌসী বেগম । সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আনোয়ার হোসেন মনপুরা গ্রুপের চেয়ারম্যান, লায়ন জাহাঙ্গীর আলম, ক্লাব ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার এনামুল হক পাটোয়ারী ও স্পাউস লায়ন ফেরদৌসী এনাম। ক্লাব সেক্রেটারি স্পাউস লায়ন হামিদা খানম।ফাস্ট জয়েন্ট সেক্রেটারি লায়ন ডাক্তার মিজানুর রহমান, সেকেন্ড জয়েন্ট সেক্রেটারি লায়ন ইয়াসিন মানিক।
ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মেজবাহুজ্জামান যিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর পিডি ছিলেন বর্তমানে বিটিআরসির অর্থ মহাপরিচালক। জনপ্রশাসনের সাবেক যুগ্ন সচিব লায়ন আয়াতুল্লাহ মজুমদার, লায়ন কামরুল হাসান পাবনা ক্যাডেট কলেজ নবম ব্যাচ।ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন রিপন আকন, ক্লাব মারকেটিং কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন মিজানুর রহমান চৌধুরী,যূগ্ন ট্রেজারার লায়ন আসিকুল হক, লায়ন মুজিবুর রহমান রিপন, লায়ন আব্দুল মুমিন, লায়ন শামীম আজাদ, লায়ন ডাক্তার রাফিয়া আফরোজ, আরো উপস্থিত হয়েছিলেন স্যাটেলাইট সিটি ক্লাবের গার্ডিয়ান লায়ন জাহাঙ্গীর আলম এমজেএফ। সিটি বনশ্রী ক্লাব প্রেসিডেন্ট লায়ন শফিকুল ইসলাম সেক্রেটারি লায়ন ফারুক আহমেদ লিটন , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ মিলন , ভাইস প্রেসিডেন্ট লায়ন মাহফুজ চৌধুরী পাভেল, লায়ন আগা শাহী নাদিম, বে অফ বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট এবং গেস্ট অব অনার লায়ন জহিরুল হক চৌধুরী।
লিও ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্যাটেলাইট সিটি ক্লাব 2 অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে সার্ভিস প্রজেক্ট নিয়ে এরমধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে প্রায় 50 জন ডোনার রেডি করা হয়েছে ।কোভিড আওয়ার্নেস মাক্স ডিস্ট্রিবিউশন করা হবে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী পেন্সিল খাতা কলম পেন্সিল বক্স বিতরণ করা হবে , ফ্রি ডেন্টাল চেকআপ, ফ্রি মেডিকেল চেকআপ , ফ্রি ডায়াবেটিকস চিকিৎসা ও বৃক্ষরোপণ সহ প্রায় 17 টি সার্ভিস প্রজেক্ট নিয়ে সেবা সপ্তাহ কার্যক্রম চলবে। ধন্যবাদ।
Leave a Reply