লামা-আলীকদম প্রতিনিধি: ইসমাইল হোসেন
লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহীম লিডার পাড়া থেকে গতরাতে আবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক মোটর সাইকেল চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে মোটর সাইকেল মালিকদের।
গাড়িটি ইব্রাহীম লিডার পাড়ার মৃত মোঃ আব্দুল আজিজ এর ছেলে মোঃ দেলোয়ার হোসেনের। মোটর সাইকেলটি দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ভাড়ায় চালিয়ে সংসার চালাতো। পরিবারের একমাত্র আয়ের উৎস মোটর সাইকেলটি হারিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
দেলোয়ার হোসেন জানান, গাড়িটি লোহাগাড়া মোটর সাইকেল শোরুম থেকে ২ মাস আগে কিস্তিতে ক্রয় করেছেন। মাত্র ২ কিস্তি লোন পরিশোধ করেছেন। এখন গাড়িটি চুরি হয়ে গেছে। সংসার কিভাবে চালাবেন বা কিস্তি কিভাবে শোধ করবেন৷
গাড়ির চালক মোঃ আব্দুল্লাহ বলেন, মোটর সাইকেল রাতে ঘরের ভিতরে ডুকিয়ে রেখেছিলাম। কিভাবে নিয়ে গেল আমরা টের পায়নি। তবে রাত ১টার দিকে বাড়ির কুকুর অনেকক্ষণ ঘেউ ঘেউ করেছে। সম্ভবত তখন চোররা এসেছিল। কিভাবে সংসার চলবে ও কিস্তির টাকা শোধ করব বুঝতে পারছিনা বলে সে কান্নায় ভেঙে পড়ে।
Leave a Reply