বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আলু ধান পাট সমৃদ্ধ এলাকা শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এ উপজেলায় আওয়ামীলীগ ও বিদ্রেহী একাধিক মনোনয়ন পত্র জমার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী ৬২, মহিলা মেম্বার ১২৬ ও পুরুষ মেম্বার ৪৩৯ জন জমা দেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৬২টি, মহিলা মেম্বার পদে ১২৬ এবং পুরুষ মেম্বার পদে ৪৩৯ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
রবিবার(১৭ অক্টোম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ছিল। এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী উপজেলার রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলার ১নং বাড়ৈখালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩, মহিলা মেম্বার ৮, পুরুষ মেম্বার পদে ২১ টি, এর মধ্যে নৌকা প্রতীকের হাজী ফারুক হোসেন, ২নং হাসাড়া থেকে বর্তমান চেয়ারম্যান হাজী সোলাইমান খান, নৌকা প্রতীকের আহসান হাবিব, ইসলামী আন্দোলন সমর্থিত আব্বাস মাঝি, ৩নং বীরতারা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪, মহিলা মেম্বার ১০ ও পুরুষ মেম্বার পদে ৩২ এর মধ্যে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আজিম হোসেন খান, বিকল্প ধারা বাংলাদেশ সমর্থিত প্রার্থী গাজী শহিদুল্লাহ কামাল জিলু, স্বতন্ত্র প্রার্থী শেখ ইসলাম, ইসলামী আন্দোলন সমর্থিত জাহিদুল ইসলাম, ৪নং ষোলঘর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম, নৌকা বিদ্রোহী এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু, স্বতন্ত্র প্রার্থী কাজী সুমন(হুমায়ুন) স্বতন্ত্র প্রার্থী কাজী সাচ্চু, ইসলামী আন্দোলন সমর্থিত মাওলানা মহিউদ্দিন, ৫নং শ্রীনগর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন সমর্থিত সিরাজুল ইসলাম, ৬নং শ্যামসিদ্দি ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের শফিকুল ইসলাম মামুন, বিদ্রোহী এম, এ নাজির হোসেন হোসেন, স্বতন্ত্র এম এ কাইয়ুম রতন, ইসলামী আন্দোলন সমর্থিত নুরুল আলম সিদ্দিকী মামুন, ৭নং বাঘড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবু নাসের আল তানজিল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন সমর্থিত আব্দুল কাইয়ুম, ৮নং ভাগ্যকুল ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, বিদ্রোহী একুল খান, ইসলামী আন্দোলন সমর্থিত মাওলানা ফজলুর রহমান, ৯নং রাঢ়ীখাল ইউনিয়ন থেকে চেয়ারম্যান ৫, মহিলা মেম্বার ৮ পুরুষ মেম্বার ৩০, এর মধ্যে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, বিদ্রোহী হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন সমর্থিত মামুনুর রহমান মামুন ১০নং কোলাপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী ৪, মহিলা ৮, পুরুষ মেম্বার ২৬ এর মধ্যে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, বিদ্রোহী রফিকুল ইসলাম বাবু, স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান জনেট, ইসলামী আন্দোলন সমর্থিত হাবিুর রহমান, ১১নং পাটাভোগ ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের মুন খান, বিদ্রোহী হাছেন শেখ খোকন, ইসলামী আন্দোলন সমর্থিত হাজী জুয়েল, ১২নং আটপাাড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের রফিবুল ইসলাম মাসুদ, বিদ্রোহী ফজলুর রহমান, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী খান, ইসলামী আন্দোলন সমর্থিত শফিকুর রহমান, ১৩নং তন্তর ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, বিদ্রোহী আলী আকবর, স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বেপারী, ইসলামী আন্দোলন সমর্থিত ওসমান গনি এবং ১৪নং কুকুটিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের আক্তার হোসেন মিন্টু, বিদ্রোহী বর্তমান বাবুল হোসেন বাবু, স্বতন্ত্র এনায়েতন।
Leave a Reply