মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বীরতারা ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রতিশ্রতি হিসেবে মাশখোলা মোল্লা বাড়ির দক্ষিণ পাশের পুল নির্মাণ করেছে বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম খান।
গত অর্থ বছর ২০১৮-২০১৯ সালে এলজিএসপি-৩ নামক প্রকল্পের মাশখোলা মোল্লা বাড়ির দক্ষিণ পাশের পুল নির্মান। বরাদ্দ ছিলো ১,০০,০০০ টাকা। বাস্তবায়ন করা হয় ২০১৯-২০২০ ইংসালে।
যার দৈর্ঘ্য:১২ মিটার, প্রস্থ : ১.৭০ মিটার। পুলটি নির্মাণ করার পর আবার ২০২১ সালে এসে পুলটি নস্ট হয়ে যায়। তাই চেয়ারম্যান পদপ্রার্থী আজিম খান রাতের আধারে গত ১ লা নভেম্বর পুলটি পূর্ণ নির্মাণ করে দেন ভোটের আসায়।
আর উক্ত বিষয়টি এলাকাবাসী অনেকেই উপস্থিত থেকে দেখেন। যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২৫এর ৩ নং কলামে বলা আছে, নির্বাচন-পূর্ব সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য অন্য কোন পদাধিকারী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকায় উন্নয়নমুলক কোন প্রকল্প অনুমোদন বা প্রদান করিতে পারিবেনা। আর এ বিষয়ে আজিমের কাছে জানতে চাইলে, তিনি বলেন তার নিকট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অডিট এসেছে। তাই পুলের কাঠ গুলি ঠিক করে দিচ্ছে বলে দাবী করেন তিনি।
Leave a Reply