বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
অনেকটা কবিতার ভাষায় বলতে হয় “ভাগ্যকুল চেয়ারম্যান বাড়ি যাচ্ছি” রাস্তার বেহাল দশা।
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ৩,৪,৬নং ওয়ার্ডে কোন কাজই করেননিই তিনি-এমনটিই বলেন এলাকাবাসী।
তিনি গত ১০ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় ও নিজের বাড়ীতে যাওয়ার রাস্তাটি সংস্থার করেননি।
এতে ৩,৪,৬, নং ওয়ার্ডের জনগণ নতুন প্রার্থী’র উপর ভরসা করছে।
রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অচলাবস্থা পড়ে আছে। বেহাল দশার কারণে প্রতিনিয়ত এলাকাবাসী সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে।
যাত্রীবাহী ভ্যান, রিকশা এবং মোটরসাইকেল, কৃষিসামগ্রী পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ।
বেশ কয়েক বছর আগে থেকে রাস্তার ইট ভেঙে গর্তের সৃষ্টি হলেও চলতি বছর সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উক্ত বিষয়টি অনেক দিন যাবত চলে আসছে,কোনো উন্নতি আজো পর্যন্ত হয়নি।উল্লেখিত এলাকাবাসীর একটাই দাবী যে,অন্তত উক্ত এলাকায় বসবাসকারীদের দিকে তাকিয়েও যেনো বিষয়টির একটি স্থায়ী সমাধান কল্পে সরকারী সহ সম্পৃক্ত সকল সরকারী প্রতিষ্ঠান এগিয়ে আসেন বলে সকলের মতামত প্রকাশ করেছেন।
Leave a Reply