বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়ন এর নব-নির্বাচিত চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু কে গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দয়হাটা শান্তি কুঞ্জে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়ন এর নব-নির্বাচিত ইউপি সদস্য, বীরতারা ইউনিয়নবাসি এবং বিকল্পধারার ও বিকল্প যুব ধারার নেতা কর্মীগন।
সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু বলেন, আমি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আমি আপনাদের সকল ভালো এবং মন্দতে ছিলাম আছি ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ। সেবার জন্য জনগনকে ইউনিয়ন পরিষদে গোড়াগুড়ি করতে হবে না। বীরতারা ইউনিয়নবাসি আমাকে ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন সেবা আমি তাদের দৌড় গোড়ায় পৌছে দিবো ইনশাআল্লাহ ।
বিগত দিনে বীরতারা ইউনিয়ন পরিষদে জন্ম এবং ওয়ারিশ সনদ নিয়ে বীরতারা বাসিকে অনেক হয়রানি হতে হয়েছে, এবং সরকারি ফী থেকে ও অনেক বেশি টাকা গুনতে হয়েছে। আমি যত দিন চেয়ারম্যান হিসেবে আপনাদের মাঝে আছি সরকারি ফী থেকে একটি টাকা ও বেশি দিতে হবে না আর কোন প্রকার সনদ নিয়ে বানিজ্য চলবে না।
আমি বীরতারাবাসির ভোটে নির্বাচিত হয়েছি আমি বীরতারা ইউনিয়নবাসি জন্য কাজ করে যেতে চাই।
Leave a Reply