বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ-
নিম্মচাপের প্রভাবে এখন পানির নিচে শ্রীনগরে কৃষকের আলু ক্ষেত। যা মাঠভরা আলু’র ব্যাপক ক্ষতি করেছে। কেননা এ এলাকার অধিকাংশ আলু’র ক্ষেত এখন কাদা পানিতে একাকার। এভাবে কয়েকদিন থাকলে খরচের টাকাও আসবে না কৃষকের ঘরে। ক্ষেতের আলু নিয়ে এমন বেকায়দায় সব আলু চাষিই। কৃষকদের আলু এখন মাঠে।
মুন্সীগঞ্জের ৬টি উপজেলার বিভিন্ন মাঠে গেলে দেখা যায়, দু,দিনের বৃষ্টিতে বাতাসে ক্ষেতের বাইল ভারী সব আলু তলিয়ে গেছে। অসময়ের এ বৃষ্টিতে নিচু মাঠের জমি গুলোতে আরও বেগতিক অবস্থা এমনকি তাদের ধারনা যে না খেয়ে মরতে হবে।
ক্ষেতের আলু বাঁচাতে হলে দ্রুতই পানি খালে নামাতে হবে। শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলার আলু চাষের ক্ষেত, ও রবি ফসলের জমিতে পানি জমে থাকলে কৃষকের অনেকটা ক্ষতি হবে।
Leave a Reply