ইং ১৪/১২/২০২১ তারিখ বেলা ১২:৫০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন যশোর পৌর পার্কের মধ্যে জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামের ২ জন স্কুল ছাত্রকে ৩/৪ জন ছিনতাইকারী আটক করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার চেষ্টা করে। ভিকটিম জুবায়ের ও সোহান প্রতিহত করতে গেলে ছিনতাইকারীদের হাতে থাকা চাকুর আঘাতে সামান্য আহত হয়। সংবাদ পেয়ে ডিবির অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম এর নির্দেশে এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাইয়া স্থানীয় জনগনের সহযোগীতায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে ২টি বার্মিজ চাকুসহ হাতে নাতে ধৃত করে এবং ভিকটিমদেরকে উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে কোতয়ালী থানাধীন বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো ২ সদস্যকে আটক করে এবং তাদের হেফাজত হইতে আরো ২টি বার্মিজ চাকু উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনা সংক্রান্তে ভিকটিম জুবায়ের এর পিতা মোঃ মাহেব হোসেন বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে কোতয়ালী থানার মামলা নং- ৩৩, তাং- ১৫/১২/২০২১ খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, ২০০২ এর ৪/৫ রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ রাব্বী (১৯), পিতামৃত- সুরুজ খান, মাতামৃত- লিপি বেগম, সাং- ঘোপ সেন্টাল রোড,
২। তানভীর হোসেন ইমন (১৯), পিতা- মোঃ আঃ জব্বার, মাতা- ইসমতারা কাকলী, সাং-খড়কী কাসারদিঘী
৩। রায়হান ইসলাম তুর্য্য (১৯), পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা- সুফিয়া হোসেন, সাং-বেজপাড়া গোলগোল্লা মোড়
৪। সাকিবুর রহমান সাদী (১৯), পিতা- সিদ্দিকুর রহমান, মাতা- রোমানা বেগম, সাং-নঙ্গরপুর, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।
Leave a Reply