মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
সংরক্ষিত স্মৃতি চিত্র
গণ কবি পথ শিল্পী
কলমেঃ-নিজাম উদ্দিন
স্বাধীনতার রক্তিম লাল সূর্য্য
যেদিন প্রথম উদয়
সেদিন অররা নিয়াজীর
স্বাধীনতার স্বাক্ষর হয় বিনিময়।
এক সাগর রক্তের বিনিময়ে
আমাদের এ বিজয়
রক্ত বৃত্তে সবুজে ঘেরা
স্বাধীন পতাকার পরিচয় ।
তোমরা দেখোনি যুদ্ধ
দেখোনি ভয়ংকর অগ্নি সংযোগ
দেখোনি সম্ভ্রম হারা
মা বোনের লজ্জা মুখ ।
শুননি ছেলে হারা
মায়ের হাহাকার কান্না
ঝরেছে কতো মুক্তিকামী
তরুণের তাজা রক্তের বন্যা।
দেখেছ কী স্বামী হারা অশ্রুঝরা চোখ ?
সন্তান হারা পাঁজর ভাংগা লক্ষ পিতার বুক?
দূর্ভাগ্য ছিল আমাদের এ দেশেই ছিল
কুখ্যাত আলবদর রাজাকার।
দেখোনি পাক-হানাদারের নির্মম বর্বর অত্যাচার
শুননি মাতৃহারা দুগ্ধ পিয়াস শিশুর চিৎকার ।
দেখেছ কী মৃত মায়ের দুগ্ধ শিশু করে পান
শুনেছো কী মুক্তি সেনার কন্ঠে বিদ্রোহী জয়ের গান ।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হতো প্রচার
ছক্কু মিয়ার চরমপত্র
শুনবে বলে বাঙালি জাতি
অপেক্ষা করতো হয়ে একত্র।
নূতন প্রজন্ম যারা দেখোনি তোমরা
অর্ধ শতকের উর্দে যারা দেখেছে তারা ।
কতো চোখ বাঁধা লাশ বর্বর অত্যাচারের শিকার
কাক কুকুর শিয়াল শকুনে করেছে আহার ।
নদীতে ভেসেছে কতো পঁচা গলা লাশ
মুক্তিযোদ্ধার চেতনায় ১৬ই ডিসেম্বর বিজয়ের উল্লাস
যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ছাত্র জনতা আরও মুক্তিযুদ্ধা
স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে সকলকে জানাই গভীর শ্রদ্ধা ।
অস্ত্র প্রদান শরনার্থী আশ্রয় যুদ্ধ কৌশল সার্বিক দান
পাশাপাশি বন্ধু রাষ্ট্র ভারতের অবদান ।
বিশ্ব নেতা বাঙ্গালী জাতির পিতা ছিল বন্দী পশ্চিম পাকিস্তান
ফিরিয়ে দেয় বাঙ্গালী জাতির কাছে ইন্দিরাগান্ধী মহান।
দেখেছি নৌকা মঞ্চে দাঁড়িয়ে ছিল ইন্দিরাগান্ধীর পাশে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বঙ্গবন্ধু জাদুঘরে স্মৃতি করে রেখেছে বিভিন্ন স্মৃতি
পরাধীনতার প্রাচীর ভেঙে বাঙালি আজ স্বাধীন জাতি।
৭ ই মার্চে জানিয়ে ছিল বাঙালি জাতি বিশাল সমর্থন
স্মরণীয় হয়ে থাকবে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন।
নূতন প্রজন্মকে গণ কবি পথ শিল্পী করে আহ্বান
স্মৃতি চিত্র করিতে প্রমাণ এসে ঐতিহাসিক রেসকোর্স্
ময়দান
বঙ্গবন্ধু জাদুঘরে আছে সংরক্ষিত
এসো ঐতিহাসিক রেসকোর্স ময়দানসংরক্ষতি স্মৃতি চিত্র।
Leave a Reply