মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কতৃপক্ষের উদাসীনতায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বাড়ছেই। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও স্বজনরা।
নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো হাসপাতাল দাপিয়ে বেড়াচ্ছেন তারা। বিনা অনুমতিতে হাত থেকে টেনে নিয়ে রোগীদের ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তুলছেন। আবার গিয়ে ভিড় করছেন চিকিৎসকের চেম্বারের সামনে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বারবার নির্দেশনা দিলেও শোনেনা না তারা। হাসপাতালে কোম্পানির প্রতিনিধিদের জন্য দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু তা মানছেন না তারা। তবে কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো ব্যবস্থা।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালজুড়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। রোগী চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়া মাত্রই কয়েকজন মিলে করোনার এই ভয়াবহ সময়েও ঘিরে ধরেন তাকে। শুরু করেন ব্যবস্থাপত্রের ছবি তোলা। এমনকি সুযোগ পেলেই ঢুকে পড়ছেন চিকিৎসকের কক্ষ।
Leave a Reply