বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলা সনাটি গ্রামের হাবিবুর রহমান এর ছেলে পুলিশ এর এ এস আই শাহিন মিয়া(৩৪) এর নামে যৌতুকের মামলা দায়ের করে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের ফজলুর রহমানের মেয়ে ফারজানা আক্তার বাদি হয়ে বিজ্ঞ আমলি আদালত কেন্দুয়া, নেত্রকোণায়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এএসআই শাহীন মিয়া যৌতুক লোভী পরনারী খারাপ প্রকৃতির লোক, বাদি বিবাদির সাথে ৪ ডিসেম্বর ২০১৯ সালে ইসলামী শরীয়তে বিবাহ হয়।তাদের ১০ মাসে একটি কন্যা সন্তান রয়েছে। সন্তান হবার পর পরেই বিবাদি স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে এবং তি লক্ষ টাকা যৌতুক হিসাবে দাবি করে। এতো টাকা দেওয়া সম্ভব না হওয়ায় তারা অমানবিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং যৌতুকের টাকা না দিলে বাদিকে নিয়ে সংসার করবে না।
মামলার বাদি ফারজানা বলেন, আমাদের বিয়ের বছর যেতে না যেতেই তার রুপ দেখতে পারি, তবু্ও সংসার করার চেষ্টা করেছি কিন্তু স্বামী ও শ্বশুর শ্বাশুড়িসহ তার পরিবারের লোকজন শারীরিক মানসিক নির্যাতন চালায়। তাদের নির্যাতনের কারণে স্বামীর বাড়িতে থাকতে পারিনি। এক বছরের সন্তান কে নিয়ে বাবার বাড়িতে আছি, আমাদের খবরা-খবর নেয় না, ভয়ভীতি দেখায়। তাদের বাড়িতে নিচ্ছে না।আমার মেয়েকে ও দেখতে বা ভরণপোষণ করে না। আদালতে মামলা করেছি আমি চাই আদালত যেন সুস্থ বিচার বিশ্লেষণ করে বিচার করেন।
বাদির বাবা – মা বলেন- বিয়ের সময় যৌতুক চায়নি তবুও মেয়ের যা জিনিপত্র লাগে দিয়েছি এখন যৌতুক দাবি করে টাকা চায়।এতো টাকা কোথায় থেকে দিবো তাই বলে আমাদের মেয়েকে এভাবে নির্যাতন করলে কোন বাবা-মা মেনে নিবে।তবু্ও বিচার নালিশের মাধ্যমে কয়েক বার স্বামীর বাড়ি পাঠিয়েছি।এদিকে ছেলে যে বিবাহিত ছিল আমাদের জানাইনি । ১ম স্ত্রী কে ডিভোর্স দিয়েই আমাদের মেয়েকে বিয়ে করেছে। নির্যাতনের কারণে ১ম স্ত্রীকে পাগল বানিয়ে দিয়েছে।
এদিকে ১ম স্ত্রী রাফিয়া আক্তার জুঁই সাথে যোগাযোগ করলে ভারসাম্যহীন স্তব্ধ হয়ে থাকতে দেখা যায়, তার সাথে কথা বললে সে জানায়, এইচ এস সি পাস করার পরেই বাবা মা ২০১৪ সালে বিয়ে দিয়ে দেয়, ডিগ্রীতে ও ভর্তি হই। কিন্তু পড়া লেখা আর হলো না। স্বামী আমাকে অনেক অত্যাচার করতো শশুর ও সুবিধার ছিলো না হাত ধরে পেলে কুপ্রস্তাব দিতো আমি রাজি না হওয়ায় নির্যাতন শুরু করতো ।স্বামী কে বললে তা বিশ্বাস করেনি। একটা সময় আমাকে তালাক দিয়ে দিলো। এর পর আমি এমন অবস্থায় চলে গেছি যে কিছুই বলতে বা বুঝতে পারিনি মাথা সবসময় স্তব্ধ হয়ে থাকতো, বোকার মতো বসে থাকতাম। তিনি আরও বলেন, শুনেছি আমার তালাকের পরেই সে বিয়ে করেছে কিন্তু তারও এমনই অবস্থা, তাই পরির্বতীতে আর কোন মেয়ের জীবন ক্ষতি যেন করতে না পারে তাই ওর উপযুক্ত বিচার কামনা করছি।
“””””””””””” ১ ম শাসড়ি জানায় শাহিনের যৌতুকের চাপের মুখে পরে মেয়ের সুখের জন্য একটি মটর সাইকেল দিতে বাধ্য হই যৌতুক না দিলে মেয়ের সুখ হবেনা বলে যৌতুক দিয়েও শেষ রক্ষা হয়নি।
———-
আসামীর বাড়িতে গণমাধ্যম গেলে এএসআই শাহিন মিয়াকে বাড়িতে পাওয়া না গেলেও তার বাবা-মা কে পেয়ে ঘটনার কারণ জানতে চাইলে বাবা -মা বলেন, বাদি ফারজানা তাদের সাথে খারাপ ব্যবহার করতো, বাপের বাড়িতেই থাকতো বেশি।আর মামলার অভিযোগ গুলো মিথ্যা কোন যৌতুক চাইনি।
এদিকে আসামি এএসআই শাহিন মিয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বাদির অভিযোগ মিথ্যা ও বানোয়াট । তবে মামলা প্রক্রিয়াধীন আছে, ১ম স্ত্রী মানসিক সমস্যা ছিল তাই তাকে ডিভোর্স দিয়েছি । বিয়ের পাঁচ বছর পর কিভাবে মানসিক রোগী হল একথা বলতেই সে ফোন কেটে দেয়। আর কিছু জানা যায়নি।
Leave a Reply