রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
লামা-আলীকদম প্রতিনিধি: ইসমাইল হোসেন
বান্দরবান সদর উপজেলার রাজবিলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে স্বামীকে অপহরন করেছে দুর্বৃত্তরা,
নিহত স্ত্রীর নাম সিংয়ানু মার্মা(২৮)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মার্মা (৪০)। তাদের বাড়ি রাজবিলার থংজমা পাড়া। ৬ জানুয়ারি(বৃহস্পতিবার) রাত ৩ টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে ৫/৬জনের একটি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মার্মার বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় সন্ত্রাসীরা স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএনপির সক্রিয় সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা।
উল্লেখ্য,বান্দরবানে বর্তমানে ৫টি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাংখিত ঘটনা ঘটাচ্ছে।দলগুলো হলো:জেএসএস(মূল), জেএসএস (সংস্কার), ইউপিডিএফ (মূল), ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও মার্মা ন্যাশনাল পার্টি(MNP)।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, রাজবিলাতে একজনকে হত্যা ও একজনকে অপহরনের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা ও অপহরনের মুল কারন এখনো জানা যায়নি।
Leave a Reply