বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
লামা আলীকদম প্রতিনিধি:ইসমাইল হোসেন
বান্দরবান জেলার লামা উপজেলার লাইনঝিরি টোল আদায় গেইটে অবৈধ পথে মিয়ানমার থেকে নিয়ে আসা ১টি বড় জাতের গরুসহ একটি পিকআপ গাড়ি স্থানীয়রা আটক করে প্রশাসনকে অবগত করে। বুধবার রাত ৭টা ৫০মিনিটের সময় এ গরুটি আটক করে।
গরুটি আলীকদমের বিদেশী গরু পাচার সিন্ডিকেটের সদস্য মোঃ ইলিয়াসের বলে জানান ক্রেতা মোঃ জসিম মেম্বার। জমিম মেম্বার কক্সবাজার রামু ইউনিয়নের কচ্চপিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য।
আলীকদমের বিদেশী গরু পাচার সিন্ডিকেটের সদস্য মোঃ ইলিয়াস মিয়ানমার থেকে অবৈধ ভাবে নিয়ে আসা বিদেশী জাতের গরুটি তার বলে মুঠোফোনে শিকার করেন।
গরু পাচারকারিরা মিয়ারমার থেকে আনা বিদেশীজাতের গরু গুলো পাচার করে অভিনব কৌশল অবলম্বন করে লামার এ পথ দিয়ে গরু গুলো পাচার করছে দিনে ও রাতে। সূত্র মতে, গরু পাচারকারিরা লামার এ সড়ক দিয়ে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ে প্রতি রাতে ছোট- বড় ট্রাকে করে অন্তত ৫০ ট্রাক গরু পাচার করে থাকে।
Leave a Reply