মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ইসমাইল হোসেন
০৫/০৬/২০২২ তারিখ আনুমানিক রাত ০১.৩০ থেকে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী *১। সেলিম উল্লাহ (৪৫),* পিতা- মৃত বাঁচা মিয়া, সাং-রহমানিয়া মাদ্রাসা, ০৭ নং ওয়ার্ড; *২। মোঃ আরিফ (২৬),* পিতা-রফিক মাঝি, সাং-টেকপাড়া; *৩। মোঃ মিজান (২৬),* পিতা-কাশেম মাঝি, সাং-পূর্ব পাহাড়তলী ইসুলের ঘোনা, সর্ব থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করেছে।
আটককৃত সেলিম উল্লার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত সিআর নং-৬৩১/১৫, প্রসেস নং-৫১৬/২১, ধারা-NI Act-138 মামলায় (আদালত কর্তৃক তাকে ০৫ মাসের সাজাপ্রাপ্ত ও ১,৯৯,০০০/- টাকা জরিমানাকৃত) বিগত ১.৫ বছর যাবৎ পলাতক ছিল।
আটককৃত মোঃ আরিফ এর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত সিআর নং-৪৬৯/২১, প্রসেস নং-৩৪৫৯/২২, ধারা-৩২৩/৩২৪/৩০৭ পেনাল কোড ১৮৬০ মামলা রয়েছে।
আটককৃত মোঃ মিজান এর বিরুদ্ধে জিআর নং-১০৪৪/১৭, প্রসেস নং-৮০১০/১৯, ধারা-৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলায় ২.৫ বছর পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply