রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
শ্রীনগরে মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত শ্রীনগরে মাসিক শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাইট পরিবর্তনে এক কোটি টাকা আত্বসাতের অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা শ্রীনগরে কুকুটিয়ায় দোয়া ও আলোচনা সভা  ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবসের আনন্দ মিছিল  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা শ্রীনগর মোবাইলকোট পরিচালনা করে ৬ টি মামলায় নগদ ৫২ হাজার টাকা জরিমানা আদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ঢাকা -৬ আসনের মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক তিনবারের সফল কাউন্সিলর আবুল বাশার

বিজ্ঞাপন

শ্রীনগ‌রে প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছে একা‌ধিক সাজা প্রাপ্ত মামলার আসামী জেলা যুবদল নেতা ফি‌রোজ

শ্রীনগ‌রে প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছে একা‌ধিক সাজা প্রাপ্ত মামলার আসামী জেলা যুবদল নেতা ফি‌রোজ

শ্রীনগর(মু‌ন্সিগনঞ্জ)প্রতি‌নি‌ধিঃ-

মুন্সীগঞ্জ শ্রীনগ‌রের একা‌ধিক মামলার সাজা মাথায় নি‌য়ে প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছেন জেলা যুবদ‌লের সা‌বেক ১নং যুগ্ন সম্পাদক মোঃ ফি‌রোজ খান। শুধু প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌নোই নয়, প্রায়শই ভূ‌মি অ‌ফি‌সে বি‌ভিন্ন ফাইল নি‌য়ে আস‌তে দে‌খে‌ছেন অ‌নে‌কে। আদাল‌তের নিকট পলাতক আসামী ফি‌রোজ ভূয়া দ‌লিল সৃজন পূর্বক নামজারী ক‌রে দেওয়ার কথা ব‌লে অর্থ হা‌তি‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন অসখ‌্য ভূক্ত ভো‌গি।

তার বিরু‌দ্ধে চেক জা‌লিয়া‌তি, প্রতারন‌াসহ একা‌ধিক মামলা দা‌য়ের ক‌রে‌ছেন ভূক্ত‌ভো‌গিরা। এ সকল মামলায় সাজা ঘো‌ষিত হ‌লেও আই‌নের চোখ কে ফা‌কি দি‌য়ে প্রকা‌শ্যে চালা‌চ্ছেন প্রতারনামূলক কর্মকান্ড। ‌ফি‌রোজ খান উপ‌জেলা কোলাপাড়া ইউ‌নিয়‌ন মোঃ বা‌রেক খা‌নের ছে‌লে।

মু‌ন্সিগঞ্জ যুগ্ন জেলা জজ আদালত কর্তৃক তিন টি সাজা ঘো‌ষিত মামলার পলাতক আসামী ফি‌রোজ খান। জেলা যুগ্ন আদাল‌তের ৬৫/১৯ নং মোকদ্দমায় তার ৩ মাস সাজা ঘো‌ষিত হয়, ৩৭৫/১৭ নং মামলায় ৫ মাস ও আরও এক‌টি প্রতারনার মামলায় তার বিরু‌দ্ধে ৪ মা‌সের সাজার আ‌দেশ থাকার পরও প্রকা‌শ্যে প্রতারনামূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌চ্ছ। চাকু‌রি পাই‌য়ে দেওয়ার কথা ব‌লে পাবনার মিজানুর রহমান নামক এক ব‌্যক্তি হ‌তে তিন লাখ টাকা হা‌তি‌য়ে নেন। লৌহজং উপ‌জেলার রিপন নামক এক ব‌্যক্তি কে ভূয়া দ‌লিল সৃজ‌নের মাধ‌্যমে নামজারী ক‌রে দেওয়ার কথা ব‌লে হ‌া‌তি‌য়ে নেন ৩ লাখ টাকা। লস্করপু‌রের মোঃ মোফাজ্জ্বল হ‌তে একই কায়দায় ৫০ হাজার টাকা নেন। নাম প্রকাশ না করার শ‌র্তে হাঁসাড়ার জ‌নৈক ব‌্যক্তি জানান, আমাকে নামজারী ক‌রে দেওয়ার কথা ব‌লে ৩ লাখ ৫০ হাজার টাকা নি‌য়ে আত্মসাৎ ক‌রেন। ত‌বে চল‌তি মা‌সে তার টাকা ফিরত দেওয়ার প্রতিশ্রু‌তি দি‌য়ে‌ছেন ব‌লে জানান। কামরাঙ্গীচ‌রের না‌সির হ‌তে ২ লাখ টাকা নেন ফি‌রোজ খান।‌মোহাম্মদপু‌রের কামাল হ‌তে ১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ সকল প্রতারনা কর‌তে নি‌জে‌কে কখনও উ‌কিল/নেতা প‌রিচয় দি‌য়ে থা‌কেন। ভুক্ত‌ভোগী‌দের দা‌বি, প্রত‌া‌রিত হওয়া অর্থ ফিরত চাই‌তে গে‌লে সে সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান মোঃ মু‌মিন আলী ও তার মামা বি‌গ্রেডিয়ার ম‌নোয়ার হো‌সে‌নের নাম ভা‌ঙ্গি‌য়ে হুম‌কি-ধাম‌কি দি‌য়ে থা‌কেন।

এ ব‌্যপা‌রে জান‌তে ফি‌রোজ খা‌নের মোবাইল নাম্বা‌ে‌রে বার বার কল দি‌য়েও তা‌কে পাওয়া যায়‌নি। এ ব‌্যপা‌রে ফি‌রো‌জের আপন মামা মোঃ দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, আমা‌দের সা‌থে ফি‌রো‌জের কোন সম্পর্ক নাই। সে প্রতারনা করায় আমরা তার সা‌থে সস্পর্ক রা‌খি‌ নাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

No description available.

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

ভারপ্রাপ্ত সম্পাদকঃ ইঞ্জিঃ সোহরাব হোসেন শাহেদ

সহঃ ভারপ্রাপ্ত সম্পাদকঃ রিফাত আহম্মেদ

নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোহাম্মদ হাসান

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সগির আহম্মেদ

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs