রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি
ভোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিএনপি’র ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় স্থানীয় বিএনপি।
এ সময় উক্ত স্থানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান নিশ্চিত করেন।পরবর্তীতে উল্লেখিত বিক্ষোভ সমাবেশের নামে আইন ভাঙ্গার কারনে বিক্ষোভকারীদের সতর্ক করতে গেলে এক সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সাথে বাকবিতন্ড হলে ইট পাটকেল ও টিয়ারসেল ছোড়াছুড়ি হয়।
বিক্ষোভকারীদের ধারনা সংঘর্ষে পুলিশের গুলিতে আবদুল রহিম নামে একজন নিহত হয়েছেন।
এ সময় পুলিশসহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে বরিশালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Leave a Reply