মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
মোহাম্মদ জাকির লস্করঃ
অস্বাভাবিক ভাবে সকল ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাঁচারী এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি মুহাম্মাদ সাইফুল ইসলাম (সাঈফ)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমীর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুজাহিদ কমিটির মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমাদ, সাংঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম, সদর থানার সম্পাদক আলহাজ¦ ফারুক হাওলাদার, ইসলামিক আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, রাতের আধারে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। অতি দ্রুত সব ধরনের তেলের দাম কমাতে হবে। পাশাপশি সার ও কৃষি পণ্যের মূল্য আরো কামানোর দাবি জানান। যদি দাম কমানো না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশনা আসলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply