মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা:-
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বৃহত্তর বালাশুর দিনকে দিন হ্রাস পাচ্ছে। প্রতিটি দোকানদার দের মাঝে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। ভাঙ্গাচোরা রাস্তা ও শ্রোত বিহীন বন্ধ ড্রেনের পর এবার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৃহত্তর বালাশুরবাসী। ড্রেনগুলো ঠিকমতো পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। করা হলেও দায় সারা গোচের।
রাস্তার পাশে জমে আছে আবর্জনার স্তুপ। সেখান দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। বালাশুর বাজার এলাকার ডাস্টবিনগুলোর অবস্থা আরো করুন। এলাকার মানুষ সেখানে বাসাবাড়ির আবর্জনা ফেলে। ফলে উৎকট গন্ধে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। স্থানীয় সাংবাদিক তারিকুল ইসলাম জানান, রাস্তার পাশ থেকে আসা গন্ধে এক মুহুর্তও দাড়াতে পারি না।
মঙ্গলবার দুপুরে বাজারের বিভিন্ন স্থান ঘুরে গনমাধ্যমকর্মীরা দেখের রাস্তার পাশে স্তুপ করে রাখা আবর্জনা পড়ে আছে। এ ভাবে বাজারের অলিগলিতে ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বসবাস করার পরিবেশ ব্যহত হচ্ছে। মারাত্মক ভাবে স্বাস্থ্য ঝুকিতে পড়েছে বৃহত্তর বালাশুরবাসী। তথ্য নিয়ে জানা গেছে বাজারের বিভিন্ন এলাকায় দেখা গেছে মানুষ সচেতন নয়। রাস্তার উপরেই পচা জিনিস ফেলে যাচ্ছে।
এ বিষয়ে বাঢ়িখাল ইউপি চেয়ারম্যান মো: বারী (বারেক খান) কাছে জানতে চাইলে, মুঠোফোন একাধিকবার ফোন করলে তিনি তা রিসিভ করেননি
Leave a Reply