বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
পদ্মা সেতু উত্তর থানা প্রতিনিধি:
শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। এই রুটে ২৫ জুন থেকে দুই মাস বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় একটি লঞ্চ ছেড়ে যায় শিমুলিয়া ঘাটের উদ্দেশ্য। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়ায় ঘাটের লঞ্চ মালিক আমিনুল ইসলাম । তিনি বলেন, দুই মাস পর এই রুটে লঞ্চ ও স্পিডবোর্ট চলাচল শুরু হয়েছে।
তবে লঞ্চে মোটামুটি যাত্রী পেয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলেও আপাতত লঞ্চ ভাড়া বাড়ানো হয়নি। আমরা আগের মতো যাত্রী প্রতি ৪৫ টাকা করে ভাড়া কেটেছি। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
Leave a Reply