বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে ও ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বন্যা উপদ্রুত এলাকায় খাদ্য ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের জামিয়া ওয়াহিদিয়া মাতিনিয়া কাজির পাগলা মাদরাসা মাঠে ও মেদিনিমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি ও পানিসহ প্রতি প্যাকেটে প্রায় ১২ কেজি খাদ্যসামগ্রী ছিল।
উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৯ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, ক্যাপ্টেন এ এস এম সাজিদ, লেফটেন্যান্ট তানজিমুল হাসান হাউলদার প্রমুখ। এর পূর্বে লৌহজংয়ের কুমারভোগে তিনটি পরিবারকে ঢেউটিন ও ৩০টি পরিবারের জন্য একটি করে গভীর নলকূপ দেওয়া হয়।
Leave a Reply