বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ রাজু আহমেদ কে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন কমান্ড্যান্ট তামিমা সুলতানা ।
গতকাল সোমবার সকাল সারে ১১ টায় শ্রীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর এর সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি সহকারী অফিসার শফিকুল ইসলামের সঞ্চয়নালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট তামিমা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি কমান্ডার প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ৫ টি নতুন বাই সাইকেল উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল, বীরতারা, শ্রীনগর সদর, আটপাড়া ইউনিয়নের আনসার কমান্ডারদের উপহার দেন।
Leave a Reply