বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
কবিতা…………………
মোরা সৎপথে ঐক্যমতে
সকলে করছি অঙ্গিকার
মোদের গর্ব থাকবে অটুট
নিত্য অহংকার।
ন্যায়নীতি প্রেম ভক্তি
থাকবে সবার অন্তরে
মাদকমুক্ত সুশীল সমাজ
আসবে আনন্দ ঘরে ঘরে।
উঁচু নিঁচুু ছোটবড় ধনীগরীব
ধর্ম বৈষম্যের বিভাজন
হিংসা অহংকার ভুলে সকলে
হবো সকলের আপনজন।
কুশল বিনিময় হবে,
হলে দেখা রাস্তাঘাটে
ধর্ম গোত্রের ভেদাভেদ
থাকবেনা খেলার মাঠে।
হাসবো খেলবো চলবো
বসবো এক সারিতে
থাকবেনা কোন বিভেদ
কারো মনে খানা বাড়িতে।
নোংরা নীতিমালায় আজ
হচ্ছে সমাজ অন্ধকার
ঐক্যমতে বর্মহাতে
মোরা করবো যে সংস্কার।
Leave a Reply