সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে অনুসন্ধান সরকারী বাংলা কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরন কর্মসূচি উদযাপিত মেম্বারের স্ত্রীকে নিয়া পরকিয়া পরে প্রেমিকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আদালতে মামলা মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম-১, বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন-২ শ্রীনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্য গ্রেফতার ইসরাইলি পণ্যের বর্জন ও গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান সোহরাওয়ার্দী কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার পার্টি অনুষ্ঠিত শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের  সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যা ওয়ারিশ সনদ প্রদান করায় চেয়ারম্যানকে নিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কতৃক অবৈধ বাজার উচ্ছেদ,পরক্ষনেই আবার দখল ও বাজার বিস্তার

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কতৃক অবৈধ বাজার উচ্ছেদ,পরক্ষনেই আবার দখল ও বাজার বিস্তার

 

ক্রাইম রিপোর্টারঃ মোঃ জামাল উদ্দিন রনি

 

গত ১১ই ফেব্রুয়ারি ২০২১ সালে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ বাজার উচ্ছেদ এর পাশাপাশি অঞ্চল-৫ এর অধীনে সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স আছে কিনা তা পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট সহ একটি টিম মাঠে নামেন।উক্ত টিমের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাসুম মোল্লা,৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী হাবিবুর রহমান হাবু,৫২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ৫০,৫১,৫২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম সহ অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও মোঃ ওয়াহেদুল্লাহ এবং আরো অনেকেই।পরবর্তীতে দয়াগঞ্জ হতে দোলাইপাড় যাওয়ার পথে জোসনা হোটেল ও সোনালী হোটেলের গোল চত্তর পর্যন্ত দিনে দিনে বেড়ে উঠা অবৈধ বাজার উচ্ছেদ করেন,পাশাপাশি উক্ত ব্যাক্তিদ্বইয়দের ভবিষ্যতে এই ভাবে অবৈধ বাজার বসাতে বারণ করে দিয়ে হুশিয়ার করেন।

এমনকি উক্ত অবৈধ বাজার উচ্ছেদ করে দিয়ে চলে যাওয়ার পর পরিই পুনরায় উক্ত স্থানে আবার আগের মত বাজারের সয়লাব গড়ে উঠে।এমতাবস্থায় উক্ত স্থানে উচ্ছেদকৃত রাস্তার উপর অবৈধ বাজার দোকানীদের সাথে উল্লেখিত বিষয়ে কথা বললে তারা জানান যে,এই সকল উচ্ছেদের বিষয়কে তারা কোনো প্রকার তোয়াক্কা করেন না,এমনকি এও বলেন যে, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কতদিন এভাবে উচ্ছেদ করবেন।যতদিন করবেন ততদিন তারা পুনরায় তাদের মতো করে আবার উক্ত রাস্তার উপর দোকান বসাবেন।

অথচ উচ্ছেদের পর ভুক্তভোগী উক্ত এলাকাবাসী অনেকটা খুশি হলেও পরে আবার দুঃখ প্রকাশ করে বলেন যে,যে দেশে সরকারী আইনকে অমান্য করে,সরকারী নির্দেশ অমান্য করে,সরকারী রাস্তার উপর এরকম অবৈধ বাজার বসিয়ে মানুষদের দৈনন্দিন চলাফারার পথে বাধার সৃষ্টি করে আসছেন তাদের কাওকেই কি কখনোই উচ্ছেদ করা যাবে না,তাদের’কে(অবৈধ বাজার দোকানীদের ) কখনোই কি আইনের আওতায় আনা হবে না বলে তাদের (ভুক্তভোগী উক্ত এলাকাবাসী) মনের ক্ষোভ প্রকাশ করেন।

যদিও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের এই অবৈধ বাজার উচ্ছেদ উদ্যোগকে ভুক্তভোগী উক্ত এলাকাবাসী সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন এবং পাশাপাশি অবৈধ বাজার দোকানীদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করেছেন।

তাছাড়া উক্ত অবৈধ বাজার দোকানীদের উক্ত রাস্তা দখল করে জোর করে বসার ব্যপারে উক্ত এলাকার কিছু লোকদের সাথে (নাম জানাতে অনিচ্ছুক) বিশদ জানতে গেলে তাদের কাছ থেকে অনেক অজানা কথা বেড়িয়ে আসে,যা নাকি নিতান্তই গর্হিত কাজ।

তাদের ভাষ্যমতে,উক্ত অবৈধ বাজার দোকানদারদের উক্ত মেইন রাস্তায় দোকান বসানোর জন্য স্থানীয় কিছু লোকদের প্রতিদিন কিছু টাকা দিতে হয়,যা নাকি ২০ টাকা হতে শুরু করে ৫০ বা ১০০ টাকা পর্যন্ত যায়।এমতাবস্থায় এরকম চললে কখনোই হয়তোবা এই রাস্তা দখল করে অবৈধ বাজার বসানো বন্দ হবে না বলে  ভুক্তভোগী উক্ত এলাকাবাসীরা মনে করেন।তদ্বপরি এই অসহায়ত্বের ক্ষোভ প্রকাশ করে দুই বার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান ভুক্তভোগীরা পাননি।

তারিই কারনে উক্ত এলাকার রাস্তা সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তাদের প্রতি ধীর বিশ্বাস ও আস্থা জ্ঞাপন করে পুনরায় উক্ত বিষয়ে একটি স্থায়ী সমাধান চাহিয়া তাদের মত প্রকাশ করেন এবং পাশাপাশি যেহেতু উক্ত রাস্তা ধরে প্রতিদিন প্রতিনিয়ত অনেক স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের পাশাপাশি হাজার হাজার কর্মজীবী মানুষ চলাফেরা করেন,যেখানে বিগত দিনে বাস ও রিক্সা দ্বারা অনেক গুরুতর দুর্ঘটনা ঘটেছে এবং যা অস্বীকার করার কোনো অবকাশ নেই,তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার সকলেই অন্তরের অন্তস্থল হতে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs