শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আওয়াল শেখ(২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার(১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭ টার দিকের উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীর দখল থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ আওয়াল শেখ উপজেলার সাতগাঁও গ্রামের শেখ ফজল হকের ছেলে। পুলিশের মামলা সূত্রে জানা যায়, শ্রীনগর থানার পুলিশের এস,আই ইলিয়াস মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিরচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয়কালে তাকে গ্রেফতার হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে শ্রীগর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply