শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
মোঃ রমজান হোসেন আনাজ
ভালোবাসার কবি ও দেশের প্রখ্যাত কবি হেলাল হাফিজ।হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর বাংলাদেশের উত্তর নেত্রকোনায় জন্মগ্রহন করেন। ভালোবাসার কবি ও দেশের প্রখ্যাত কবি হেলাল হাফিজ জীবনের অনেকটা পথ পেরিয়ে শ্বাসকষ্টজনিত কারনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন।চলতি মাসের ১৭ তারিখ, মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) মোঃ সাইফুর রহমান লেনিন।তিনি বলেন “কবির জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা ধরা পরেছিলো”।তাকে একজন পালমোনোলোজিস্ট দ্বারা পরীক্ষা করা হবে।কবি হেলাল হাফিজ বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মনজুরুল রহমানের চিকিতসাধীন রয়েছেন।
কবি হেলাল হাফিজের প্রথম কবিতা সংকলন “যে জলে আগুন জ্বলে” যা ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছিল। উক্ত কবিতা সংকলন কবিকে ব্যাপক প্রশংসিত করেছিল। যার প্রাপ্তি হিসেবে কবি ২০১৩ সালে বাংলা একাডেমির সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়েছিলেন।
কবির দ্রুত সুস্থতা কামনা করছি যেন আমাদের প্রিয় কবি আমাদের মাঝে আবার কোন নতুন কবিতা নিয়ে ফিরে আসতে পারেন।
Leave a Reply