শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
লামা-আলীকদম প্রতিনিধি: ইসমাইল হোসেন
বান্দরবান জেলার আলীকদম উপজেলার বন-জঙ্গলে শত শত বিদেশি গরুর দেখা মিলছে।
সবাইকে ম্যানেজ করতে মরিয়া হযে উঠেছে গরু পাচারকারী গ্রুপ। লামা আলীকদম ফাঁসিয়া সড়ক দিযে গভীর রাতে ট্রাকযোগে পাচার হতে পারে গরু।আলীকদমের জঙ্গলে বিচরণ করছে শত শত ব্রাহামা গরু। থাইল্যান্ড থেকে মীয়ানমার হয়ে শুল্ক ফাঁকি ও প্রশাসেনর চোখে ধূলো দিয়ে আনা হচ্ছে এ সব। আসন্ন কোরবানির বাজারকে টার্গেট করে গরুগুলো আনা হচ্ছে। সাগর ও পাহাড়ি পথে সীমান্তে পাড়ি দিয়ে অবৈধভাবে আমদানি হচ্ছে থাইল্যান্ডের ব্রাহামা জাতের গরু। জানাযায়, প্রথম দাফে সীমান্তের ওপারে প্রতিটি গরু গড় মুল্য ষাট হাজার টাকা দামে ক্রয় করা হয়। পরে পাহাড়ি পথ অতিক্রম করে আলীকদম করুখপাতা ইউনিয়ন আসে। মাতামুহুরী রিজার্ভ বনের বিভিন্ন পয়েন্টে কয়েকদিন বিচরণ করিয়ে প্রতিটি গরু নব্বই হাজার থেকে এক লাখ টাকা মুল্যে বেচা বিক্রি হয়। তার পর ট্রাকযোগে পাচার হয় দেশের বিভিন্ন শহরে। ১৮ মে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার অভিযান করে ২৫টি গরু, ২টি ট্রাক ও একজন পাচারকারীকে ধরে হাজতে পাটায়। এর পর পাচারকারী চক্রটি ক’দিন নিরব থাকলেও পুনরায় সক্রিয় হয়ে উঠে। কাদেরকে ম্যানেজ করে কোন পথে কিভাবে পাচার করা হবে এসব পরিকল্পনা করছে সঙ্ঘবদ্ধ পাচারকারী দলটি। আজ রাতে পাচার হতে পারে বেশ কিছু গরু।জানাগেছে, আজ ২৩ মে দুপুর থেকে আলীকদমের এক ব্যক্তি লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদেরকে এক দু’ হাজার করে টাকা পকেটে গুজে দিয়ে ম্যানেজ করেন; যাতে করে এ ব্যপারে পত্রিকা সমুহে নিউজ প্রেরণ না করেন। আলীকদম থানার পুলিশ জানায়, তারা রাতে পাহারায় থাকবে সড়কে। এ বিষয়ে জানতে চাইলে, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জানান, পাচারের পথে আমার সজাগ অবস্থান রয়েছে। যে কোনো বে-আইনি কাজ রোধে উপজেলা প্রশাসন সোচ্ছার আছে।
Leave a Reply