শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা মোড় থেকে র্যালী বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানা আঙিনায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে পথসভার আয়োজন করা হয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মোঃ আব্দুল আউয়াল জিহাদী, মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ কবীর হোসেন, মাওলানা নুর মোহাম্মদ সিরাজী ও মাওলানা মোঃ মনির হোসেন।
পথসভায় বক্তারা নিত্য প্রয়োজনীয পন্য ব্যবসায়ীদের রমজান মাসকে কেন্দ্র করে স্বল্প মুনফায় পন্য বিক্রির আহবান জানানোর পাশাপাশি, হোটেল এবং রেস্তোরা মালিকদের দিনে তাদের দোকান হোটেল ও রেস্তোরা বন্ধ রাখার আহবান জানান। এছাড়া মুসলিম সম্প্রদায়ের মানুষকে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পরিপালনের আহবান জানান তারা।
Leave a Reply