স্টাফ রিপোর্টারঃ মোঃ আতিক আঞ্জুম
রাস্তা দখল করে গাড়ির অবৈধ পার্কিং, দোকানপাটে ফুটপাথ একাকার, হাঁটার পথ বেদখল, নির্বিকার ট্রাফিক পুলিশ, প্রতিদিন যানজটে নাকাল নগরবাসী রাজধানীর ফুটপাতের পর এবার রাস্তাও বেদখল হচ্ছে।নগরীর যাএাবাড়ি এলাকার অধিকাংশ রাস্তায় দেখা যায় শত শত ভাসমান দোকানপাট, আছে গাড়ীর অবৈধ পার্কিংও। মাছ, তরিতরকারি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় কাঁচামালামাল, শাবসব্জি, শীতের কম্বল, শার্ট প্যান্ট, গেঞ্জি ও জুতাসহ সব ধরনের পণ্যের দোকান সাজিয়ে রাস্তার ওপরেই বসছে দোকানিরা। আছে রেস্টুরেন্ট, গাড়ির গ্যারেজ, আর চা দোকান। এসব দোকানের পাশাপাশি গাড়ি পার্কিংও রয়েছে। ফলে শুধু ফুটপাত নয়, প্রধান সড়ক দিয়ে চলাচল করতেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে নগরবাসীকে। এসব ভাসমান দোকানপাট আর অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অভিযোগ রয়েছে, পুলিশ ও স্থানীয় কিছু প্রভাবশালী মিলে ওই এলাকা প্রায় ৬ শতাধিক দোকান বসিয়েছে। বিনিময়ে প্রতি দোকান থেকে দৈনিক কিছু নগদ ২০০ থেকে ৬০০ টাকা করে চাদা তোলা হয়।
এরা সরকার দলীয় রাজনৈতৈক ছত্রছায়া থেকে প্রভাব খাটায়, এবং দোকান বসিয়ে টাকা তোলে।
গতকাল বুধবার এসব এলাকা ঘুরে ও স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা যায়। কেউ টাকা না দিলে ফুটপাতে বসতে দেয়া হয় না।
Leave a Reply