মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন কপোত, সেভ রিভার বাংলাদেশ ও কপোত ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান হতে আগত কোমলমতি শিশুদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। শিশুদের নানা রঙের তুলির ছোয়ায় ফুঁটে ওঠে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ‘ভাষা ও দেশ’।
এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২১ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সামিউল রহমান অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল-১ সমন্বয় পরিষদের কয়েকবারের সফল সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও ক্যামফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
উক্ত সভায় সভায় সভাপতিত্ব করেন আয়োজক তিন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রমজান হোসেন আনাজ। ছবি আঁকার শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র দেয়া হয়।অনুষ্ঠানে শিশুদের অভিভাবকসহ সংগঠনের সদস্য বাইজিদ মিয়া, কারার রায়হান, জিশান সরকার, মোঃ রিপন ও মোঃ ফরহাদ মোঃ বিপ্লভ সহ আরো অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply