মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টার-মোঃ জামাল উদ্দিন রনি
ঢাকা মহানগর দক্ষিন অঞ্চলের মূল সড়কে প্রতিদিন,প্রতিনিয়ত জনচলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে হরেক রকমের ফিটনেস বিহীন,ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ির এলোমেলো চলাচলের জন্য।এমনকি অনেক ক্ষেত্রে বাহাদুর শাহ গাড়ির কোনো ড্রাইভার কোনো ট্রাফিক সিগন্যাল ও মেনে চলে না।বিগত দিনের ইতিহাস খুজে দেখা যায় যে,এই বাহাদুর শাহ গাড়ির দ্বারা শহিদ ফারুক সড়কে এবং তার পার্শ্ববর্তী দয়াগঞ্জ হয়ে দোলাইপার যাওয়ার পথে বেশ সংখ্যক লোক এক্সিড্যন্ট হয়ে মৃত্যু বরন করেছেন,যার কোনো স্থায়ী সমাধান আদৌ মিলেনি।এই সকল গাড়ির অধিকাংশই ড্রাইভার হচ্ছে অপ্রাপ্ত বালক।তাছাড়া কিছু দিন আগে দয়াগঞ্জ হতে চার রাস্তার মোড়ের উত্তর-পশ্চিম সড়কে পথ দিয়ে যাওয়ার পথে পিজি হসপিটালের এক ডাক্তারের প্রাইভেট কারের পিছন দিক দিয়ে ধাক্কা মেরে গাড়িটির বডিতে টেপ লাগিয়ে দেয়।আর উক্ত স্থানে কর্মরত চার থেকে পাঁচ জন সার্জেন্ট সহ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জিন্নাত এসে বাহাদুর শাহ গাড়িটিকে জরিমানা সহিত ডাম্পিং করেছেন।
এই বিষয়ে তথা এই সকল অনিয়মে এলোপাতারি গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন,এমনকি ফিটনেস,লুকিং গ্লাস বিহীন ও অপ্রাপ্ত ছেলেদের দিয়ে,যারা না জানে কোনো ট্রাফিক আইন,না জানে কোনো সিগন্যালের অর্থ,অর্থাৎ সামগ্রিক বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জিন্নাতকে এর সমাধানের পথ জানতে চাইলে তিনি একটু এড়িয়ে যান,তবে এক মহিলা সার্জেন্ট প্রশ্নউত্তরে তিনি বলেন এই বাহাদুর শাহ গাড়ির যদিও কোনো বৈধতা নাই,তাই জনগনদের যাতায়াত সুবিধার্থে রেকার ছাড়া আর কোনো পদক্ষেপ তারা এই মুহূর্তে হাতে নিচ্ছেন না।
অদ্য ৩/১০/২০২০ইং তারিখে এই সকল ফিটনেস,ড্রাইভিং লাইসেন্স,লুকিং গ্লাস বিহীন এবং যাদের গাড়ি চালোনায় কোনো সরকারী বা বে-সরকারি ভাবে কোনো অভিজ্ঞতা যাদের নাই তাদের দিয়ে কিভাবে গাড়ি চালানো হয় তথা সামগ্রিক বিষয়ের সমাধানের ব্যপারে ওয়ারী ডিভিশন এর নবনিযুক্ত সম্মানীত ট্রাফিক ডিসি মোঃ সাইদুল হোসেন’কে অবগত করিলে তিনি এই সকল অনিয়মের ব্যপারে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন,এমনকি ভবিষ্যতে যাতে এই সকল ফিটনেস,ড্রাইভিং লাইসেন্স ও লুকিং গ্লাস বিহীন গাড়ি হোক সেটা বাহাদুর শাহ কিংবা অন্য কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে না পারে,এবং অবৈধ ভাবে পার্কিং করে জনগনের স্বাভাবিক চলাচলে বাঁধা প্রধান করতে না পারে সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা ব্যক্ত করেন।
Leave a Reply