রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার-মোঃ আব্দুল্লাহ আল মামুন
বাংলাদেশের পাইকারি বস্ত্র ব্যবসায়িক প্রধান স্থান মানেই পুরান ঢাকার ইসলামপুর। শতবছরের ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে এই পাইকারি বস্ত্র ব্যবসার প্রাণ কেন্দ্র ইসলামপুর।ঢাকাসহ সারাদেশে পাইকারি ভাবে বস্ত্র কেনাবেচা করা হয় এই ইসলামপুরে বসেই। ইসলামপুরে পাশেই রয়েছে বই প্রকাশনা ও কেনা-বেচার সবচেয়ে জনপ্রিয় ও বড় মার্কেট বাংলাবাজার।
ইসলামপুরে পিছনেই বাংলাদেশের জাতীয় লঞ্চ টার্মিনাল সদরঘাট এবং ফলের পাইকারি আড়ত শ্যামবাজার। বাংলাবাজার ইসলামপুর সদরঘাট এসব মিলে উক্ত এলাকা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হয়ে উঠেছে যার ফলে উক্ত এলাকা সবসময় থাকে কোলাহল মুখর। প্রতিদিন এই এলাকা দিয়ে লাখো মানুষের পথচলা।
এমন একটি গুরুত্বপূর্ণ এলাকার প্রবেশ পথ ময়লার ডাস্টবিন। প্রবেশ পথের মুখেই যত্রতত্র ভাবে ফেলা রাখা হয়েছে বেস কয়েকটি ডাস্টবিন যার নেই কোন যথাযথ ব্যবহার। এই ডাস্টবিন গুলো কে কেন্দ্র করে উক্ত সৃষ্টি হয়েছে জন দুর্ভোগ।
Leave a Reply