শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার-মোঃ মিজানুর রহমান পান্না
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মধ্যে ঘনবসতি হিসেবে যাত্রাবাড়ীকে এখন সবারি চেনা।তার মধ্যে আবার উক্ত যাত্রাবাড়ী চৌরাস্তা হতে পশ্চিমে যাওয়ার পথে শহীদ ফারুক সড়ক হতে দিনে এবং রাতে শত শত মানুষের চলাচল বিদ্যমান।
ঠিক সেই যাত্রাবাড়ীর চৌরাস্তার মুল পয়েন্টের দক্ষিন ও উত্তরে রয়েছে অবাদ বাস এবং বাহাদুর শাহ নামক অনেক পরিবহন।যাদের কোনো স্ট্যন্ড করার বৈধতা নেই,এমনকি ট্রাফিক পুলিশের সম্মুখে প্রতিনিয়ত এই সকল গন পরিবহনের অবাধ ও অন্যায় ভাবে চলাচলের দৃষ্টি পরিলক্ষন।এই ব্যপারে কখনো ছিলো না প্রশাসনের কোনো পদক্ষেপ,এমনকি ট্রাফিক ডিভিশনের কোনো আইনি ব্যবস্থা গ্রহন।
অথচ বিগত দিনের একসিড্যন্টের কথা মনে আসলে আজো উক্ত এলাকায় বসবাসরত সকল এলাকাবাসীর গা শিউরে উঠে।
উক্ত এলাকার স্থানীয় পর্যায়ে অনেক চেষ্টা করেও কোনো ফায়দা মেলেনি।তবে প্রতিবাদ করাকালীন কিছু দিন যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পুনরায় আবার চলাচল স্বাভাবিক হয়ে যায়।এতে করে মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়।
এই সকল গন পরিবহনের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ থাকলেও সেটা প্রকাশ পায় না।
এই বিষয়ে উক্ত এলাকার অধিকাংশই জনগনের মতামত জানতে চাইলে তারা এক কথাই বলে মনের ক্ষোভ প্রকাশ করেন,আর সেটা হলো-কি হবে,কে দিবে এই সকল অন্যায়ের সঠিক সমাধান,এদের কাছে সকল প্রশাসন জিম্মি বা বিক্রি হয়ে গেছে।
তবে এখানেই শেষ নয়,উক্ত এলাকার আপামর জনগনের একটাই দাবি যে,আদৌ কি এর সমাধান দেয়ার মতো আইনি কোনো পদক্ষেপ প্রশাসন গ্রহন করবেন বা ট্রাফিক প্রশাসনের কোনো কিছু করার আছে কি ?
ট্রাফিক আইন অনুযায়ী অবৈধ পার্কিং এ অনেক জরিমানার পাশাপাশি রেকার করার অনুমুতি আছে।আর সেটা থাকলেও দিন রাত্রি অবাধ অবৈধ পার্কং এর পাশাপাশি অন্যায় ভাবে স্ট্যন্ড করে রাস্তা দখল এবং জন ভোগান্তি করেই যাচ্ছে।
এলাকাবাসীর পক্ষ হতে সচেতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটাই দাবি-কবে এই সকল অন্যায়ের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহন করবেন বলে তাদের মতামত প্রকাশ করেন।
এমনকি নউক্ত এলাকার বাসিন্দাদের একটাই দাবি যে,উক্ত বিষয় গুলি সরেজমিনে তদন্ত করে এক স্থায়ী সমাধান প্রদানে উল্লেখিত প্রশাসন স্বু- দৃঢ় আশা ব্যক্ত করেন।
Leave a Reply