শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
শ্রীনগর মোবাইলকোট পরিচালনা করে ৬ টি মামলায় নগদ ৫২ হাজার টাকা জরিমানা আদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ঢাকা -৬ আসনের মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক তিনবারের সফল কাউন্সিলর আবুল বাশার মরহুম সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীতে ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র দোয়ার আয়োজন শ্রীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে যুব দিবস উদযাপন শ্রীনগরে শীর্ষ দুই ‘মাদক সম্রাট লুঙ্গী জাকির ও লম্বা জাকির গ্রেফতার মুন্সীগঞ্জে মতবিনিময় সভা নামে টাকা আত্মসাৎ বসত বাড়ির সীমানাপ্রাচীর দেয়াকে কেন্দ্র করে আহত ৪ মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শ্রীনগরে নিরাপত্তা সড়ক কমিটির সভা অনুষ্ঠিত 

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে অবৈধ স্ট্যন্ডের কাছে ট্রাফিক প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী জিম্মি

যাত্রাবাড়ীতে অবৈধ স্ট্যন্ডের কাছে ট্রাফিক প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী জিম্মি

 

 

স্টাফ রিপোর্টার-মোঃ মিজানুর রহমান পান্না

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মধ্যে ঘনবসতি হিসেবে যাত্রাবাড়ীকে এখন সবারি চেনা।তার মধ্যে আবার উক্ত যাত্রাবাড়ী চৌরাস্তা হতে পশ্চিমে যাওয়ার পথে শহীদ ফারুক সড়ক হতে দিনে এবং রাতে শত শত মানুষের চলাচল বিদ্যমান।

ঠিক সেই যাত্রাবাড়ীর চৌরাস্তার মুল পয়েন্টের দক্ষিন ও উত্তরে  রয়েছে অবাদ বাস এবং বাহাদুর শাহ নামক অনেক পরিবহন।যাদের কোনো স্ট্যন্ড করার বৈধতা নেই,এমনকি ট্রাফিক পুলিশের সম্মুখে প্রতিনিয়ত এই সকল গন পরিবহনের অবাধ ও অন্যায় ভাবে চলাচলের দৃষ্টি পরিলক্ষন।এই ব্যপারে কখনো ছিলো না প্রশাসনের কোনো পদক্ষেপ,এমনকি ট্রাফিক ডিভিশনের কোনো আইনি ব্যবস্থা গ্রহন।

অথচ বিগত দিনের একসিড্যন্টের কথা মনে আসলে আজো উক্ত এলাকায় বসবাসরত সকল এলাকাবাসীর গা শিউরে উঠে।

উক্ত এলাকার স্থানীয় পর্যায়ে অনেক চেষ্টা করেও কোনো ফায়দা মেলেনি।তবে প্রতিবাদ করাকালীন কিছু দিন যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পুনরায় আবার চলাচল স্বাভাবিক হয়ে যায়।এতে করে মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়।

এই সকল গন পরিবহনের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ থাকলেও সেটা প্রকাশ পায় না।

এই বিষয়ে উক্ত এলাকার অধিকাংশই জনগনের মতামত জানতে চাইলে তারা এক কথাই বলে মনের ক্ষোভ প্রকাশ করেন,আর সেটা হলো-কি হবে,কে দিবে এই সকল অন্যায়ের সঠিক সমাধান,এদের কাছে সকল প্রশাসন জিম্মি বা বিক্রি হয়ে গেছে।

তবে এখানেই শেষ নয়,উক্ত এলাকার আপামর জনগনের একটাই দাবি যে,আদৌ কি এর সমাধান দেয়ার মতো আইনি কোনো পদক্ষেপ প্রশাসন গ্রহন করবেন বা ট্রাফিক প্রশাসনের কোনো কিছু করার আছে কি ?

ট্রাফিক আইন অনুযায়ী অবৈধ পার্কিং এ অনেক জরিমানার পাশাপাশি রেকার করার অনুমুতি আছে।আর সেটা থাকলেও দিন রাত্রি অবাধ অবৈধ পার্কং এর পাশাপাশি অন্যায় ভাবে স্ট্যন্ড করে রাস্তা দখল এবং জন ভোগান্তি করেই যাচ্ছে।

এলাকাবাসীর পক্ষ হতে সচেতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটাই দাবি-কবে এই সকল অন্যায়ের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহন করবেন বলে তাদের মতামত প্রকাশ করেন।

 

এমনকি নউক্ত এলাকার বাসিন্দাদের একটাই দাবি যে,উক্ত বিষয় গুলি সরেজমিনে তদন্ত করে এক স্থায়ী সমাধান প্রদানে উল্লেখিত প্রশাসন স্বু- দৃঢ় আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

No description available.

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

ভারপ্রাপ্ত সম্পাদকঃ ইঞ্জিঃ সোহরাব হোসেন শাহেদ

সহঃ ভারপ্রাপ্ত সম্পাদকঃ রিফাত আহম্মেদ

নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোহাম্মদ হাসান

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সগির আহম্মেদ

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs